Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যুর অভিযোগ


১৪ ডিসেম্বর ২০২০ ২০:৪৪

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জাহাজ ভাঙার কারখানায় আলাদা দুর্ঘটনায় দুই নিরাপত্তাকর্মীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তবে উভয় ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে সীতাকুন্ড উপজেলার জোড়াআমতলে জনতা স্টিল এবং সোমবার সকালে কুমিরায় মাদার স্টিলে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জনতা স্টিলে মারা যাওয়া যুবকের নাম কার্তিক ত্রিপুরা (২৫) ও মাদার স্টিলের যুবকের নাম ফলেন ত্রিপুরা (২৪)। দুজনের বাড়ি খাগড়াছড়িতে।

জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। ফোরামের আহ্বায়ক তপন দত্ত এবং যুগ্ম আহ্বায়ক শফর আলী ও এ এম নাজিম উদ্দিন বিবৃতিতে বিবৃতিতে অভিযোগ করেছেন, দুর্ঘটনায় এই দুই শ্রমিক মারা গেছেন। এজন্য ক্ষতিপূরণ দাবি করেছেন তারা।

ফোরামের সদস্য ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিসের (বিলস) কর্মসূচি ব্যবস্থাপক ফজলুল কবির জানান, জনতা স্টিলের যুবক কার্তিক রাতে জাহাজে দায়িত্বরত অবস্থায় নিচে পড়ে আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোর ৬টার দিকে মাদার স্টিলে একইরকম দুর্ঘটনায় ফলেন ত্রিপুরা আহত হন। পরে তাকে সীতাকুণ্ডের বিএসবিএ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘দুই শ্রমিক হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে আমাদের জানানো হয়েছে। এ নিয়ে কেউ অভিযোগ করেননি।’

জাহাজ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর