Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রণালয়ের চিঠি উপেক্ষা করে নিয়োগের অভিযোগ রাবিতে!


১৪ ডিসেম্বর ২০২০ ২২:১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবধরনের নিয়োগ স্থগিত রাখতে উপাচার্যকে এবার চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সেই চিঠি উপেক্ষা করে নিয়োগের অভিযোগ পাওয়া গেছে রাবি প্রশাসনের বিরুদ্ধে। যদিও এর আগে ইউজিসি থেকে এডহক নিয়োগ স্থগিত রাখতে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চিঠিরও নাকি তোয়াক্কা করেননি তারা।

সোমবার (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজের সই করা এক চিঠিতে নিয়োগ স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। নীলিমা আফরোজ নিজেই চিঠির বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গত ১০ ডিসেম্বর ইস্যু হওয়া ওই চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রশাসনিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিয়োগ বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নভেম্বরে অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বড় একটি অংশ। সেই পরিপ্রেক্ষিত আমলে নিয়ে এই নির্দেশনা দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

নিয়োগ বন্ধ রাখতে শিক্ষামন্ত্রণালয়ে অনুরোধ জানানোর বিষয়টিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের আহবায়ক এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুলতান উল ইসলাম।

অধ্যাপক সুলতান উল ইসলাম অভিযোগ করে বলেন, ‘নির্দেশনাটি গত ১০ ডিসেম্বর ইস্যু হলেও গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ৫০৩ তম সিন্ডিকেটে ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ ইনস্টিটিউটে একজন ও ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসে দুজনসহ তিনটি সেকশন অফিসার পদে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জনগুরুত্বপূর্ণ এই নির্দেশনার বিষয়ে উপাচার্য ও প্রশাসন অবশ্যই জানতো। তবে চিঠির বিষয়টি গোপন রেখে তড়িঘড়ি করে সিন্ডিকেট ডেকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে নির্বাচিত কোনো শিক্ষক প্রতিনিধি ছিলেন না। এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এমন ঘটনা ঘটল।’

নির্দেশনা ও নিয়োগ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী ও উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের মুঠোফোনে বারবার ফোন দেওয়া হলে তারা কল রিসিভ করেননি। পরে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠালেও রিপ্লাই দেননি উপাচার্য।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক কামাল হোসেনের সই করা এক চিঠিতে এডহক নিয়োগ বন্ধে একটি চিঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়। সে চিঠিও তোয়াক্কা না করার অভিযোগ রয়েছে রাবি প্রশাসনের বিরুদ্ধে।

ইউজিসি উপেক্ষা চিঠি টপ নিউজ নিয়োগ বন্‌ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর