রাশিয়ার বৃদ্ধাশ্রমে আগুন, মৃত ১১
১৫ ডিসেম্বর ২০২০ ১৪:৩২
রাশিয়ার একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় ভোররাত তিনটার দিকে উরাল পবর্তমালা এলাকার বাশকোর্তোস্তান অঞ্চলে ইশবুলদিনা গ্রামের ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, আগুন লাগার পর চলাফেরায় অক্ষম ওই বৃদ্ধরা ভিতরে আটকে পড়েন। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হলেও তাদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
এক বিবৃতিতে দেশটির জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় বলেছে, দমকল কর্মীদের পৌঁছানোর আগেই চার ব্যক্তি সেখান থেকে জীবিত বের হয়ে আসতে সক্ষম হন।
অন্যদিকে, রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, জীবিত বেরিয়ে আসা চার জনের মধ্যে একজন বৃদ্ধাশ্রমের কর্মী। অন্য তিন জন এখানকার বাসিন্দা। ওই তিন জনকে এক তলা কাঠের বাড়ি থেকে বের করে আনতে সক্ষম হন ওই নারী কর্মী।
পাশাপাশি, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে রাশিয়ার তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে।