করোনা: সিঙ্গাপুরের অর্ধেক অভিবাসী শ্রমিক আক্রান্ত ছিলেন
১৫ ডিসেম্বর ২০২০ ১৮:৫৮
সিঙ্গাপুরে বসবাসরত অভিবাসী শ্রমিকদের অর্ধেকই নভেল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে দেশটির সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে। খবর রয়টার্স।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির শ্রমিকদের আবাসন ব্যবস্থার কারণে তাদের মধ্যে করোনা সংক্রমণের হার অপেক্ষাকৃত বেশি।
এদিকে, সিঙ্গাপুরের অভিবাসী শ্রমিকদের মধ্যে পিসিআর টেস্ট করে দেখা গেছে সাড়ে ৫৪ হাজার আক্রান্ত। আবার, সেরোলজি টেস্টের মাধ্যমে দেখা গেছে ৯৮ হাজার ২৮৯ অভিবাসী শ্রমিক কখনও না কখনও করোনায় সংক্রমিত হয়েছিলেন – জানিয়েছে সিঙ্গাপুর সরকার।
অন্যদিকে, সিঙ্গাপুরের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের আবাসন ব্যবস্থার ভেতরেই করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ শতাংশ। বাকি, ০.২৫ শতাংশ আক্রান্ত হয়েছিলেন আবাসন ব্যবস্থার বাইরে।
প্রসঙ্গত, সিঙ্গাপুরে স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা কয়েকমাসে খুবই কমে গেছে। পাশাপাশি, মাত্র ২৯ মৃত্যু নিয়ে দেশটি বর্তমানে বিশ্বে করোনায় নিম্ন মৃত্যুহার সম্পন্ন দেশগুলোর একটি সিঙ্গাপুর। দেশটি তাদের অভিবাসী শ্রমিকদের মধ্যে কী পরিমাণ করোনায় আক্রান্ত হয়েছিলেন তা খুঁজে বের করতে সেরেলোজি টেস্ট শুরু করেছে।
অভিবাসী শ্রমিক কোভিড-১৯ নভেল করোনাভাইরাস সিঙ্গাপুর সেরেলোজি টেস্ট