Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়িবোমা বিস্ফোরণে কাবুলের ডেপুটি গভর্নরের মৃত্যু


১৫ ডিসেম্বর ২০২০ ১৯:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানের রাজধানী কাবুলের ডেপুটি গভর্নর মাহবুবউল্লাহ মোহেবি নিজ গাড়িতে পেতে রাখা বোমা হামলায় মারা গেছেন। খবর রয়টার্স।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে কর্মস্থলে যাওয়ার পথে তার গাড়িতে লাগানো একটি ম্যাগনেটিক বোমা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

সে সময়, গাড়িতে থাকা তার দুই নিরাপত্তা রক্ষীও আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

এদিকে, একই দিন সকালে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ঘোরে একই ধরনের হামলায় উপ-প্রাদেশিক পরিষদের এক সদস্যের মৃত্যু হয়। প্রাদেশিক গভর্নর দফতরের মুখপাত্র আরিফ আবের জানিয়েছেন, ওই হামলায় তার চালক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা চলমান থাকা সত্ত্বেও আফগানিস্তানে সহিংসতা কমেনি। গত সপ্তাহে কাবুলে কর্মস্থলে যাওয়ার পথে সরকারি এক কৌঁসুলিকে গুলি করে হত্যা করার ঘটনাও ঘটেছে।

আফগানিস্তান গাড়ি বোমা হামলা ডেপুটি গভর্নর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর