বেপরোয়া মোটর সাইকেল থেকে নামিয়ে ‘মদ্যপ’ এএসআইকে পিটুনি
১৫ ডিসেম্বর ২০২০ ১৯:২৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বেপরোয়া গতিতে এসে পথচারীকে ধাক্কা দেওয়ার পর ক্ষুব্ধ জনতা মোটর সাইকেলের আরোহী এক পুলিশ সদস্যকে ধরে পিটুনি দিয়েছে। তবে এসময় মোটর সাইকেল চালক পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ পরে তাকে গ্রেফতার করেছে। স্থানীয়দের দাবি, পুলিশ সদস্য এবং মোটর সাইকেল চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তবে পুলিশ এই দাবি নাকচ করেছে।
সোমবার (১৪ ডিসেম্বর) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন এলাকায় এই ঘটনা ঘটেছে।
অভিযুক্ত পুলিশ সদস্য উদ্দীপন চাকমা চট্টগ্রাম নগর পুলিশ লাইনে সহকারী উপ-পুলিশ (এএসআই) পরিদর্শক হিসেবে কর্মরত। গ্রেফতার করা হয়েছে কাজল মিত্র চাকমাকে নামে একজনকে।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক সারাবাংলাকে জানান, রাত ৯টার দিকে একই মোটর সাইকেলে চড়ে তিনজন চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন। মোটর সাইকেল চালাচ্ছিলেন কাজল মিত্র চাকমা। আরোহী ছিলেন এএসআই উদ্দীপন চাকমা ও তার কাকাতো বোন। মোটর সাইকেল অক্সিজেন মোড়ে এসে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। এসময় লোকজন উদ্দীপনকে ধরে ফেলে এবং লাঞ্ছিত করে। তবে কাজল ওই নারীকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্দীপনকে পুলিশ লাইনে নিয়ে যান। বেপারোয়া গাড়ি চালানোর অপরাধে মঙ্গলবার সকালে কাজলকে গ্রেফতার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজল এবং উদ্দীপন দু’জনই মদ্যপ অবস্থায় ছিলেন। দু’জনের সঙ্গে থাকা ব্যাগে চোলাই মদ ছিল বলেও দাবি তাদের।
উপপুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, ‘উদ্দীপনকে যখন আমরা হেফাজতে নিই তখন তিনি মদ্যপ ছিলেন না। তাকে আপাতত পুলিশ লাইনে রাখা হয়েছে। বিভাগীয় তদন্ত হচ্ছে। কাজলকে গ্রেফতারের সময়ও মদ্যপ থাকার প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে সিএমপির বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে ‘