Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শনা কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন


১৮ ডিসেম্বর ২০২০ ২০:৪০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২৩:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। চিনিকলের কেইন কেরিয়ারে আখ ফেলে মাড়াইয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

কেরু চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার।

অনুষ্ঠানের সভাপতি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাইদ শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। কেরু চিনিকলের ব্যবস্থাপক (কৃষি) গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি দাস এবং আখ চাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বারী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে কেরু চিনিকলে ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনিকলের নিজস্ব ১ হাজার ৫৫০ একর জমিতে ২৪ হাজার মেট্রিক টন আখ এবং কৃষকের ৬ হাজার ৯৮২ একর জমির ৯৪ হাজার মেট্রিক টন আখ রয়েছে। এ ছাড়া বন্ধ হওয়া কুষ্টিয়ার জগতি চিনিকলের অধীন কৃষকদের ৩৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হবে দর্শনার কেরু চিনিকলে। ফলে এবারের মাড়াই দিবস নির্ধারণ করা হয়েছে ১০৪ দিন। চিনি আহরণের গড় হার নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ২৫ ভাগ।

এর আগে, গত ৪ ডিসেম্বর কেরু চিনিকলের ২০২০-২১ আখ মাড়াই মৌসুম শুরু হওয়ার কথা ছিল। তবে শ্রমিক-কর্মচারী আন্দোলনের মুখে তা পিছিয়ে ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

আখ মাড়াই আখ মাড়াই উদ্বোধন আখ মাড়াই মৌসুম এমপি আলী আজগার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল কেরু চিনিকল সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর