Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ইটভাটা মালিককে অর্থদণ্ড


১৯ ডিসেম্বর ২০২০ ১৬:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: জেলার গুইমারায় ইটভাটার জন্য পাহাড়ি টিলা থেকে মাটি কাটার দায়ে ভাটা মালিক মশিউর রহমান তারেককে একলাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গুইমারা উপজেলার সাইনগুলি পাড়া এলাকায় টিলার মাটি কাটার সময় অভিযান চালিয়ে ৩ চালকসহ ৩টি পিকআপ জব্দ করা হয়।

পরবর্তীত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত দায় স্বীকার করলে এক লাখ টাকা অর্থদণ্ড করে আটক ব্যক্তি ও জব্দ হওয়া পিকআপগুলো ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রট তুষার আহমদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ৫ এর ১ লঙ্ঘন করে পাহাড়ি টিলার মাটি কেটে ফোর স্টার ইটভাটায় নেওয়ার দায়ে ভাটা মালিক মশিউর রহমান তারেককে এক লাখ টাকার অর্থদণ্ড ও সর্তক করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, খাগড়াছড়িতে চলতি মৌসুমে ৪০টিরও বেশি ইট ভাটা চলছে। যার সবকটিতে কৃষি ও পাহাড়ি টিলার মাটি কেটে বনের কাঠ পুড়িয়ে চলছে ইট তৈরি।

পাহাড়ি টিলা ভাটা মালিক ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর