।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় বেঁচে যাওয়া একই পরিবারের তিন সদস্য মেহেদী হাসান, তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা এবং মেহেদীর ফুপাত ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি কেউই শঙ্কা মুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।
শুক্রবার (১৬ মার্চ) বিকেল পৌনে ৫টায় দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের চিকিৎসকরা তাদের দেখে সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এর আগে বিকেল ৩টা ৩৩মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-০০৭২) তাদের দেশে আনা হয়।
ডা. সামন্তলাল সেন আরও জানান, মেহেদির শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে। ঘাড়ে আঘাত রয়েছে। স্বর্ণার শ্বাসনালী পুড়ে গেছে। সারা শরীরে ব্যথা। অ্যানির ডান পায়ে ফ্র্যাকচার হয়েছে। শ্বাসনালীতে ইনজুরি আছে। হাসপাতাল থেকে ছুটির আগে তাদের শঙ্কামুক্ত বলা যাবে না। প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার মেডিকেল বোর্ড গঠন করার পর সিদ্ধান্ত হবে কিভাবে তাদের উন্নত চিকিৎসা দেওয়া হবে। অবস্থার উন্নতি হতে ছয় থেকে সাত সপ্তাহ সময় লাগবে।
স্বর্ণার বাবা আবুল হোসেন সাংবাদিকদের জানান, অপেক্ষায় ছিলাম, মেয়েকে ফিরে পেয়েছি। এখন আশা করি, ঢামেক হাসপাতালে ভালো চিকিৎসা হবে। মেহেদির বাবা তোফাজ্জেল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে কাঠমান্ডু যাওয়া স্বজনদের সঙ্গে ছিলেন নিহত প্রিয়কের বন্ধু ইজাজ আহমেদ। তিনি বলেন, অ্যানি এখনও জানে না তার স্বামী-সন্তান কেউ আর বেঁচে নেই।
সারাবাংলা/এসএসআর/এটি
দেশে ফিরলেন আহত তিনজন; নেওয়া হচ্ছে ঢামেক বার্ন ইউনিটে
উড়োজাহাজ দুর্ঘটনা : বিকেলে দেশে আসছেন মেহেদি-স্বর্ণা-অ্যানি
মেন্টাল ট্রমায় শাহরিন,শারীরিক অবস্থা স্থিতিশীল
বৃহস্পতিবার সারাদেশে শোক, শুক্রবার প্রার্থনা
কটেশ্বরের দমকা পাহাড়ি হাওয়া কেড়ে নিলো ৫১ প্রাণ!
নেপালের বিমানবন্দরে ৭০টির বেশি দুর্ঘটনা
পরিবারগুলোর জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি : প্রধানমন্ত্রী
কাঠমান্ডুর প্লেন দুর্ঘটনায় জাতিসংঘের শোক
নেপালে গেল বাংলাদেশের মেডিকেল টিম
৭ জনকে ছাড়পত্র, দেশে ফিরছেন ৪ জন
দেশে ফিরছে শাহরিন, রেজওয়ানুল ভর্তি সিঙ্গাপুরে
তদন্তে লাগতে পারে দীর্ঘ সময় : সিভিল অ্যাভিয়েশন
ঢামেকে নেওয়া হচ্ছে শাহরিনকে, প্রস্তুত আইসিইউ
দেশে ফিরছেন আরও ৩ জন