Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা – সিউলের কারাগারে ২৪ ঘণ্টায় ১৮৮ আক্রান্ত


২০ ডিসেম্বর ২০২০ ১৭:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৭ জন। তার মধ্যে, রাজধানী সিউলের কারাগারেই ১৮৮ জন আক্রান্ত হয়েছেন। খবর রয়টার্স।

রোববার (২০ ডিসেম্বর) দেশটির ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সির (কেডিসিএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো দেশটি সহস্রাধিক করোনা সংক্রমণ রেকর্ড করা হলো।

এদিকে, চিকিৎসা সংশ্লিষ্ট এবং রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে শারীরিক দূরত্ব মেনে চলার ব্যাপারে জনগণকে বাধ্য না করতে পারায় সরকারের সমালোচনা করা হয়েছে।

এর আগে, করোনার প্রথম ঢেউ মোকাবিলায় দক্ষিণ কোরিয়া অভূতপূর্ব সাফল্য দেখিয়েছিল।

বিজ্ঞাপন

কিন্তু, বর্তমান প্রেক্ষাপটে করোনা সংক্রমণ পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে দেশটি। ইতোমধ্যেই, হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রী পার্ক নিউং হু জানিয়েছেন, দেশের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ। শিগগিরই সরকার উপসর্গহীন আক্রান্তদের শনাক্ত করতে ব্যাপক হারে করোনা পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক সংক্রমণের ইতিহাস থেকে দেখা যায়, বেশিরভাগ সংক্রমণ হয়েছে গুচ্ছ পদ্ধতিতে এবং উপসর্গহীন।

ওদিকে, ২০২১ সালের শুরুতে দেশটিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা প্রয়োগ শুরু হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

কারাগারে সংক্রমণ কোভিড-১৯ দক্ষিণ কোরিয়া নভেল করোনাভাইরাস সিউল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর