বার কাউন্সিল পরীক্ষায় ভাঙচুর: রিমান্ডে ২৪, কারাগারে ২৫ জন
২০ ডিসেম্বর ২০২০ ২০:৪৮
ঢাকা: রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বার কাউন্সিলের লিখিত পরীক্ষা চলাকালে ভাঙচুর-হট্টগোলের ঘটনায় গ্রেফতার ৪৯ আসামির মধ্যে ২৪ জনের একদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া অপর ২৫ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) পৃথক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
এদিন নিউমার্কেট থানা পুলিশ ৩৭ জনকে, মোহাম্মদপুর থানা পুলিশ ১১ জনকে ও সূত্রাপুর থানা পুলিশ এক জনকে আদালতে হাজির করে। নিউমার্কেট থানার ৩৭ আসামির মধ্যে ১২ জনের সাত দিন করে রিমান্ড, ২৫ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার ১১ জনের তিন দিন করে রিমান্ড এবং সূত্রাপুর থানার এক আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত নিউমার্কেট থানার মামলায় ১২ আসামির এক দিন করে রিমান্ড এবং ২৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর মোহাম্মদপুর থানার ১১ জনেরও একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সূত্রাপুর থানার মামলার একমাত্র আসামি শাহরিয়ারের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- আ. রহিম, আরমান উদ্দিন, তৌহিদুল ইসলাম, জোবায়ের, সৈকত মালাকার, আশিষ কুমার দাস, মো. মিলন, শামীম আহম্মেদসহ অন্যরা।