সর্বশেষ অঞ্চল হিসেবে নাটোর হানাদার মুক্ত
২১ ডিসেম্বর ২০২০ ১৩:১৮
নাটোর: ১৬ ডিসেম্বর সারাদেশ বিজয়ের স্বাদ পেলেও ২১ ডিসেম্বর দেশের সর্বশেষ অঞ্চল হিসেবে হানাদার মুক্ত হয় উত্তরের জেলা নাটোর। এই দিন নাটোরের উত্তরা গণভবনে ভারতীয় মিত্রবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নুর কাছে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেন।
দিনটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নিরবতা পালন, মোনাজাত করা হয়। পরে বক্তব্য দেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।
২১ ডিসেম্বর নাটোর হানাদার মুক্ত ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নু