Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসকন নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি: রিজওয়ানা

সারাবাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪ ২৩:২১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ০৯:৫২

বৃহস্পতিবার সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে সাংবাকিদের ব্রিফ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, অনেক দাবি উঠতে পারে। দাবির পক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। কিন্তু কোনো সংগঠন বা সংস্থাকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিজওয়ানা আরও বলেন, ব্যক্তির অপরাধের সঙ্গে সংগঠনের অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না। একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অপরাধী হতেও পারেন, নাও হতে পারেন। সেটা আদালত দেখবে। আজকেও পত্রিকায় দেখলাম ইসকন বলেছে— যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাসস।

সারাবাংলা/টিআর

অন্তর্বর্তী সরকার ইসকন ইসকন নিষিদ্ধের দাবি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর