যুক্তরাষ্ট্রে ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা অনুমোদন
২২ ডিসেম্বর ২০২০ ১৮:০১
যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রায় ৯০ হাজার কোটি মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজ অনুমোদন দিয়েছে কংগ্রেস। খবর বিবিসি।
সোমবার (২১ ডিসেম্বর) রাতে কয়েক মাসের রাজনৈতিক বিবাদের পর এ সংক্রান্ত বিলটি সিনেটে পাস হয়। কংগ্রেসের উচ্চকক্ষে পাস হওয়ার কয়েক ঘণ্টা আগে বিলটি নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও অনুমোদিত হয়।
বিবিসি জানিয়েছে, প্রণোদনা প্যাকেজের বিলটি প্রতিনিধি পরিষদে ৩৫৯-৫৩ ভোটে গৃহীত হয়। সিনেটে পাস হয় ৯২-৬ ভোটে।
এদিকে, নতুন এ প্রণোদনা প্যাকেজে অসংখ্য মার্কিনিকে এককালীন অর্থ দেওয়ার পাশাপাশি ব্যবসায়ী এবং বেকারদের জন্যও বরাদ্দ রাখা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এ বিলে সই করে আইনে পরিণত করবেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নতুন এ সহায়তা প্যাকেজকে স্বাগত জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে চলমান কোভিড-১৯ সহায়তা প্রকল্পগুলো এ মাসেই শেষ হওয়ার কথা। প্রকল্পগুলো শেষ হলে দেশটির প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বেকারভাতা ও অন্যান্য সুযোগসুবিধা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়তেন – নতুন প্রণোদনা প্যাকেজ অনুমোদনের মাধ্যমে সেই শঙ্কা কেটে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে কংগ্রেসের অনেক আইনপ্রণেতা বলেছেন, তারা সহায়তা বিল নিয়ে এতটাই উদগ্রীব ছিলেন যে অনেকে বিশাল এ বিলটি পড়ে দেখারও সুযোগ পাননি। প্রায় পাঁচ হাজার ৬০০ পৃষ্ঠার এ বিলকে যুক্তরাষ্ট্রের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বিল বলে অ্যাখ্যা দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এবারের প্রণোদনায় প্রতি সপ্তাহে বেকারভাতার পরিমাণ বাড়িয়ে ৩০০ ডলারে নিয়ে যাওয়া হয়েছে, চাকরিহারাদের জন্য নেওয়া নানান কর্মসূচির মেয়াদ বাড়িয়ে বসন্তকাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। প্রণোদনায় ব্যবসায়ীদের সহযোগিতায় ৩০ হাজার কোটি ডলার রাখা হয়েছে। বরাদ্দ রাখা হয়েছে ভ্যাকসিন বিতরণ, উচ্ছেদের মুখে পড়া স্কুল ও ভাড়াটিয়াদের জন্যও।
এর আগে, রোববার (২১ ডিসেম্বর) সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাককনেল ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে প্রণোদনা প্যাকেজ নিয়ে সমঝোতা হওয়ার কথা জানান।
সোমবার (২২ ডিসেম্বর) ভোটের আগে রিপাবলিকান নেতা ম্যাককনেল বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ দীর্ঘদিন ধরে এই প্যাকেজের জন্য অপেক্ষা করছে। তাই তারা কালক্ষেপণ না করে দ্রুত বিলটি প্রেসিডেন্টের কাছে পাঠানোর চেষ্টা করেছে।
ওদিকে, প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেটের সংখ্যালঘু অংশের নেতা চাক শুমার বলেছেন, নতুন এ প্রণোদনা প্যাকেজ মার্কিনিদের জীবন ও জীবিকার সুরক্ষায় জরুরি অর্থ সহায়তায় ভূমিকা রাখবে।
করোনা প্রণোদনা জো বাইডেন ডেমোক্রেট ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাস যুক্তরাষ্ট্র রিপাবলিকান