Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার আমাদের মিটিংয়ের অনুমতি দিতে ভয় পায়’


১৬ মার্চ ২০১৮ ২০:৫১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, `২১ বছর পর যদি তাদের দলের জোয়ার আসতে পারে তাহলে বিএনপিতে কেন আসবে না?’

তিনি বলেন, ‘সরকারি দলসহ সকলে মিটিং করার অনুমতি পায়। কিন্তু বিএনপিকে অনুমতি দেওয়া হও না। এর কারণ সরকার আমাদের মিটিংয়ের অনুমতি দিতে ভয় পায়।’

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দেওয়া ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। শুক্রবার (১৬ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স রুমে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

নজরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়াকে অরফানেজ ট্রাস্ট মামলায় মিথ্যাভাবে জড়ানো হয়েছে। মাত্র ২ কোটি এতিমের টাকা আত্মসাৎ করবেন এটা বিশ্বাস যোগ্য না। এই মামলায় কোনো ডকুমেন্ট নেই, কোনো সাইন নেই তার পরেও কীভাবে সাজা হতে পারে। এই সরকার গণতন্ত্রিক সরকার নয়, শুধু মাত্র ঢাকার সরকার।’

তিনি আরও বলেন, ‘দেশের যদি গণতন্ত্র জীবিত থাকত তাহলে দেশ ঠিক মতো চলত। সরকারকে যদি জনগণের কাছে যদি জবাবদিহিতা করতে হতো তাহলে গণতন্ত্র ঠিক রাখতে বাধ্য হতো।’

ড্যাবের মহাসচিব অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘গণতন্ত্র আর আওয়ামী লীগ এক সাথে চলতে পারে না। এই সরকার আমলে সাড়ে ৪ হাজার কোটি টাকা লুটপাট কিছুই না। এদের কোনো সাজাও হলো না, এদেরকেই গ্রেফতার পর্যন্ত করা হয়নি।’

সারাবাংলা/এআই/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর