Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইট হাউজের শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞের পদত্যাগ


২৩ ডিসেম্বর ২০২০ ১৭:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইট হাউজের করোনা মোকাবিলা টাস্কফোর্সের শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ ডা. ডেবোরাহ ব্রিকস পদত্যাগ করেছেন। খবর বিবিসি।

এর আগে, থ্যাংকস গিভিং ডে উদযাপন করতে গিয়ে তিনি একটি পারিবারিক জমায়েত আয়োজন করেছিলেন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও ওই জমায়েত আয়োজনের কারণে ডা. ডেবোরাহ তোপের মুখে ছিলেন।

এ ব্যাপারে ডা. ডেবোরাহ ব্রিকস জানিয়েছেন, এ অভিজ্ঞতা ভয়াবহ। তার পরিবার এ ঘটনায় ভুক্তভোগী।

এদিকে, প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের আমল থেকে দায়িত্ব পালন করে আসা ৬২ বছর বয়সী এইডস গবেষক নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে কাজ খুঁজছেন বলে জানিয়েছে বিবিসি।

এ ব্যাপারে ডেবোরাহ ব্রিকস মার্কিন সংবাদসংস্থা নিউজিকে জানিয়েছেন, তার মা এবং মেয়ে ১০ মাস ধরে আইসোলেশনে ছিলেন। তারা মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। তাই তাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংকস গিভিংয়ে ডেলওয়ারের বাড়িতে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

তবে, এ ব্যাপারে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে – ম্যারিল্যান্ডের বাড়িতে ডেবোরাহ ব্রিকস তার বাবা মায়ের সঙ্গে নিয়মিতই দেখা সাক্ষাৎ করে আসছিলেন।