Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে আলিবাবা’র বিরুদ্ধে তদন্ত শুরু


২৪ ডিসেম্বর ২০২০ ২০:৩১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ২২:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায় একচেটিয়া আধিপত্য নিশ্চিত করতে অন্যায্য চর্চার ব্যাপারে ই-কমার্স কোম্পানি আলিবাবা’র বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চীন। খবর বিবিসি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এসএএমআর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

এর আগে, এসএএমআর বিক্রেতাদেরকে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোতে পণ্য দিতে বাধা দিতে পারে এমন বিশেষ চুক্তিতে বাধ্য করার ব্যাপারে আলিবাবাকে সতর্ক করেছিল।

পাশাপাশি, চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলো আলিবাবা’র আর্থিক প্রযুক্তি বিষয়ক শাখা প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের সঙ্গেও বসবে বলে জানা গেছে।

এদিকে বিবিসি জানিয়েছে, একচেটিয়া ব্যবসার মনোবৃত্তি নিয়ে এসএএমআরের এ তদন্তের কেন্দ্রে থাকবে ‘দুটোর মধ্যে একটা বেছে নাও’ চর্চা। এতে, মার্চেন্ট বা বিক্রেতাকে যে বিশেষ সহযোগিতা চুক্তি করতে হয়, তা তাদেরকে অন্য প্ল্যাটফর্মে পণ্য দেওয়া থেকে বিরত রাখে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি, আলিবাবা ও টেনসেন্টের মতো চীনা টেক জায়ান্টগুলো দেশটির সরকারি ব্যাপক নজরদারির মুখে পড়েছে। কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আকার ও ক্ষমতা বেইজিংয়ে উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, এসব কোম্পানি যেভাবে লাখ লাখ ব্যবহারকারীকে এক জায়গায় নিয়ে আসছে এবং কেনাকাটা, লেনদেনসহ চীনের দৈনন্দিন জীবনে তাদের যে প্রভাব রয়েছে তা নিয়ে চীনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো বেশ চিন্তিত। নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো গত মাসে অ্যান্ট গ্রুপকে তাদের শেয়ার বাজারে নিবন্ধন স্থগিত রাখতেও বাধ্য করে।

প্রসঙ্গত, এই অ্যান্ট গ্রুপ আগে আলিপে নামে পরিচিত ছিল।

অ্যান্ট গ্রুপ আলিপে আলিবাবা চীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর