Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশৃঙ্খলা হওয়া সেই ৫ কেন্দ্রে ফের পরীক্ষা নেবে বার কাউন্সিল


২৪ ডিসেম্বর ২০২০ ২২:৩৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১২:৪৩

ঢাকা: ফের পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা নেবে বাংলাদেশ বার কাউন্সিল। স্থগিত এই পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা যত দ্রুত সম্ভব গ্রহণ করা হবে। তবে অন্য চার কেন্দ্রের পরীক্ষা বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে বার কাউন্সিল।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষার নয়টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের লিখিত পরীক্ষার কার্যক্রম বহাল রাখা হয়েছে। এগুলো হলো আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ। অপরদিকে পাঁচটি কেন্দ্রের পরীক্ষায় বিশৃঙ্খলা সংঘটিত হওয়ায় বাতিল করা হয়েছে।

এগুলো হলো মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। এই পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের যত দ্রুত সম্ভব পরীক্ষা ফের নেওয়া হবে।

টপ নিউজ পরীক্ষা বার কাউন্সিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর