সীমান্তে প্রাইভেটকার থেকে ফেনসিডিল উদ্ধার, চালক পলাতক
২৫ ডিসেম্বর ২০২০ ১৬:১৯
হিলি: হিলি সীমান্তে একটি প্রাইভেটকার থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় চালককে আটক করতে না পারলেও গাড়িটি জব্দ দেখিয়েছে বিজিবি।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, গোপন সংবাদেরভিত্তিতে সীমান্তের ফকিরপাড়া এলাকায় পাকা রাস্তার ওপর থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-১২-০২৯২) জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায় হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।
এসময় প্রাইভেটকার চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারের ভেতর অভিনব কায়দায় রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাইভেটকারসহ যার আনুমানিক মূল্য ১২ লাখ চল্লিশ হাজার টাকা।