Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আহত ৪০


২৬ ডিসেম্বর ২০২০ ১৩:১৯

কিশোরগঞ্জ: জেলার ইটনা উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার প্রজারকান্দা গ্রামে অটোরিকশায় ওঠাকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিহতরা হলেন- প্রজারকান্দা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বাদল মিয়া (৪০) ও শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাজ মিয়া (৭০)।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ জামান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইটনা কিশোরগঞ্জ টপ নিউজ নিহত সংঘর্ষ

বিজ্ঞাপন

২৬ জেলায় বজ্রপাতের শঙ্কা
১৮ এপ্রিল ২০২৫ ১৮:৪১

আরো

সম্পর্কিত খবর