Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের লাঠিপেটায় ‘যাত্রা শুরু’ চট্টগ্রামে ছাত্রদলের নতুন কমিটির


২৭ ডিসেম্বর ২০২০ ১৮:০২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ২০:৫৭

চট্টগ্রাম ব্যুরো: কমিটি ঘোষণার পর প্রথম আনন্দ মিছিল বের করে পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতারা। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে দাবি সংগঠনটির নেতাদের। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে। তবে পুলিশ জানিয়েছে, মিছিলে মারামারির পর তিন জনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নগরীর কোতোয়ালি থানার নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। গ্রেফতার তিন জন হলেন— তৌহিদুল ইসলাম শিপন, মনিরুজ্জামান সায়েম ও মোজাম্মেল হক মনজু।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম ‍তুহিন সারাবাংলাকে বলেন, ‘গত (শনিবার) রাতে নগর ছাত্রদলের ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। আমাদের একটা রেওয়াজ আছে— কমিটি ঘোষণার পর আমরা আনন্দ মিছিল নিয়ে কার্যালয়ে আসি এবং সংক্ষিপ্ত সমাবেশ করি। রেওয়াজ অনুযায়ী আজ (রোববার) দুপুরে কাজীর দেউড়ির মোড় থেকে প্রায় ১৫০ জনের একটি মিছিল নিয়ে আমরা নাসিমন ভবনে প্রবেশ করি। শান্তিপূর্ণ সমাবেশের একপর্যায়ে পুলিশ ঢুকে লাঠিপেটা করে। এতে আমাদের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচ জন বেশি আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আহত পাঁচ জন হলেন— নগর ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন এবং বিভিন্ন পদে থাকা ইসমাইল হোসেন, খন্দকার রাজিবুল হক, মাহমুদুর রহমান ও মো. আনাস।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘কাজীর দেউড়ির মোড় থেকে মিছিল নিয়ে নাসিমন ভবনের সামনে আসার পর তাদের মধ্যে মারামারি শুরু হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আমরা তাদের সরিয়ে দিই। তিন জনকে আটক করে আমরা থানায় নিয়ে যাই।’

বিজ্ঞাপন

তবে পুলিশের বক্তব্য নাকচ করে নগর বিএনপির সদ্যবিলুপ্ত কমিটির সহদফতর সম্পাদক মো. ইদ্রিস আলী সারাবাংলাকে বলেন, ‘শান্তিপূর্ণ মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা নাসিমন ভবনে আসেন। একজনকে আরেকজনকে ফুল দিয়ে, ছবি তুলে তারা আনন্দ প্রকাশ করছিলেন। সমাবেশও শুরু হয়। তারা কেউ রাস্তায়ও ছিল না। কিন্তু হঠাৎ পুলিশ ঢুকে লাঠিচার্জ শুরু করে। ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের মারামারি হয়নি।’

এর আগে, শনিবার রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এতে সাইফুল আলমকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব এবং ১৯ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৩৫ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রায় সাড়ে সাত বছর পর চট্টগ্রাম নগরে ছাত্রদলের নতুন কমিটি হয়েছে।

আটক আনন্দ মিছিল আহত আহ্বায়ক কমিটি চট্টগ্রাম ছাত্রদল ছাত্রদল টপ নিউজ পুলিশের লাঠিচার্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর