Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীর সীমানার মধ্যে জমি লিজ না দেওয়ার সুপারিশ


২৭ ডিসেম্বর ২০২০ ১৯:২২

ঢাকা: নদীর সীমানার মধ্যে সরকারি বা বেসরকারি কোনো সংস্থাকে জমি লিজ (ইজারা) না দেওয়ার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজে সহযোগিতা করার জন্য হাইকোর্টে দায়ের করা এ সংক্রান্ত আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নদী রক্ষা কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।

রোববার (২৭ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্ত। বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কমিটি সূত্র জানায়, বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে নদী রক্ষা কমিশন ও বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানের আর্থিক ব্যয়ভার অবৈধ দখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আদায়ের ব্যবস্থা নিতে বলা হয়। এছাড়া বিআইডব্লিউটিএ’র অনুমতি ছাড়া যত্রতত্র ড্রেজিং না করা সুপারিশ করা হয়।

বৈঠকে রাজধানীর পার্শ্ববর্তী বুড়িগঙ্গা নদীর তলদেশে জমাটবাধা পলিথিন অপসারণ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। গ্রেভ ড্রেজার সংগ্রহ করে জরুরি ভিত্তিতে এ কার্যক্রম শুরু করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে আটটি বিভাগের ৬৪টি জেলার নদীগুলো সরেজমিনে পরিদর্শন করে কমিটিতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়।

বিজ্ঞাপন

জমি লিজ নদীর সীমানা নৌপরিবহন মন্ত্রণালয় লিজ না দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটি স্থায়ী কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর