Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজেপি’তে যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি!


২৮ ডিসেম্বর ২০২০ ১৭:৩৭

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিচ্ছেন – এমন আলোচনায় মুখর পশ্চিমবঙ্গ। খবর ডয়চে ভেলে।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে কলকাতার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন সৌরভ। সেখানে প্রায় দুই ঘণ্টা তাদের মধ্যে বৈঠক চলে। ওই বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এই আলোচনা আরও জোরাল হয়।

তবে, বৈঠক থেকে বেরিয়ে সৌরভ গাঙ্গুলি অপেক্ষমান সাংবাদিকদের জানিয়েছেন, কোনো কিছু আগাম ভেবে না নেওয়াই ভালো। রাজ্যপালের সঙ্গে এটি ছিল নেহাতই সৌজন্য সাক্ষাৎ। রাজ্যপাল নিজেই ইডেন গার্ডেন্সে গিয়ে তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ দফায় তিনি নিজেই এসে রাজভবনে তার সঙ্গে দেখা করলেন।

যদিও, সৌরভের এই যুক্তি অনেকেরই যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হয়নি। কারণ, জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন ২০১৯ সালের ৩০ জুলাই। এখনো এতটাও সময় ফুরিয়ে যায়নি, যে তিনি ইডেন গার্ডেন্স দেখতে ব্যস্ত হয়ে পড়বেন।

এদিকে, পশ্চিমবঙ্গের নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রার্থী খুঁজতে ব্যস্ত বিজেপি। ফলে, রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গেছে তবে কি সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগ দিচ্ছেন?‌ যে গুজব বেশ কিছুদিন ধরেই হাওয়ায় ভাসছে। তিনিই কি তবে বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী হতে চলেছেন? যে সম্ভাবনার কথা আগেও একাধিকবার শোনা গেছে। এই মুহূর্তে, যখন এই রাজ্যে বিজেপির কোনও নেতাকেই মুখ্যমন্ত্রী পদের যোগ্য দাবিদার বলে নজরে পড়ছে না, সৌরভের এই রাজভবন যাওয়া রীতিমত আলোড়ন ফেলেছে।

অবশ্য বিজেপি নেতা সায়ন্তন বসু মনে করছেন, এত তাড়াতাড়ি এ নিয়ে কিছু বলার সময় আসেনি। এমন কিছু হবে বলে তার জানা নেই। জল্পনাতে তারা ইন্ধন দিচ্ছি না। যারা দিচ্ছেন, নিজেদের দায়িত্বে দিচ্ছেন। সৌরভকে বিজেপিতে স্বাগতম। তিনি যদি বিজেপিতে আসেন, তাহলে দল লাভবানই হবে। কিন্তু, প্রার্থীতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দলের পার্লামেন্টারি বোর্ড নেয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ কিন্তু মুখ্যমন্ত্রী পদে সৌরভের যোগ্যতাকে নাকচ করে দিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, সৌরভ মুখ্যমন্ত্রী হবে!‌ ভাবা যায়!‌ রাজনীতির সঙ্গে সম্পর্কহীন একটা লোক মুখ্যমন্ত্রী হবে!‌

কিন্তু, তারপরেও জল্পনা থামছে না।

এর আগে, দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রয়াত বিজেপি নেতা এবং মন্ত্রী অরুণ জেটলির ভাস্কর্য উন্মোচনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। খেলার মাঠে রাজনৈতিক নেতার ভাস্কর্য বসানোর প্রতিবাদে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যপদ ছেড়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষেণ সিং বেদি। তবে, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাবশালী বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই মঞ্চে সৌরভ এবং অমিত শাহকে দেখে তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা আরও বেড়েছে।

পশ্চিমবঙ্গ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সৌরভ গাঙ্গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর