Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালিতে ম্যাক্স গ্রুপের পণ্য


২৯ ডিসেম্বর ২০২০ ১৭:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডের সঙ্গে যুক্ত হলো দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্য দিয়ে ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট্র্যাকবাইক ও ক্রোকারিজ পণ্যসহ বিভিন্ন পণ্য আকর্ষণীয় মূল্যে কিনতে পারবেন গ্রাহকরা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালির পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর মহাখালীতে ম্যাক্স গ্রুপের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক ও ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইয়ামিনুর রশিদ তূর্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

বিজ্ঞাপন

এবিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে, দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ইভ্যালিতে যুক্ত করতে পেরেছি এবং স্বল্প মূল্যে ভালোমানের পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছে। আশা করি, ইভ্যালির মাধ্যমে আমরা গ্রাহকদের সাধ্যের মধ্যে সেরা পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাব।’

চুক্তি সই অনুষ্ঠানে ইভ্যালির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহাদী চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইভ্যালি পণ্য ম্যাক্স গ্রুপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর