Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১ নয়, ৩০ ডিসেম্বর আয়কর দেওয়ার শেষ দিন


২৯ ডিসেম্বর ২০২০ ২০:৩০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ২২:৪৫

ঢাকা: চলতি বছর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। এরপর আর সময় বাড়ানো হবে না বলেও জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। তবে আয়কর জমা দেওয়ার শেষ দিন তিনি সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে।

সেই হিসেবে আয়কর রিটার্ন তথা ব্যক্তি শ্রেণির আয়কর দেওয়ার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর কিন্তু ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন তথা ব্যাংকগুলোর হলিডে। সেই হিসেবে ৩১ ডিসেম্বর নয় ৩০ ডিসেম্বরই শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ কর বর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সব ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। এ অবস্থায় আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য সম্মানিত করদাতাদের অনুরোধ করা যাচ্ছে।

আয়কর রিটার্ন শেষ দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর