Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্র মানে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা নয়’


৩০ ডিসেম্বর ২০২০ ২০:৩১

চট্টগ্রাম ব্যুরো: গণতন্ত্রের নামে মানুষ হত্যার কারণে ২০১৮ সালের নির্বাচনে বিএনপিকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ‘গণতন্ত্র মানে জ্বালাও-পোড়াও নয়। গণতন্ত্র মানে পেট্রোল বোমা মেরে, আগুনে ‍পুড়িয়ে মানুষ হত্যা নয়। যারা গণতন্ত্রের নামে মানুষ হত্যা করেছিল, ২০১৮ সালের নির্বাচনে জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখান করে শেখ হাসিনাকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করেছিল। আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই কারও অর্থায়ন, দান-অনুদান ছাড়ায় পদ্মাসেতু নির্মিত হচ্ছে। দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে।’

বিজ্ঞাপন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ আখ্যা দিয়ে কেন্দ্রঘোষিত কমসূচির অংশ হিসেবে নগরীর জেলা পরিষদ মার্কেট চত্বরে এ সমাবেশের আয়োজন করে নগর আওয়ামী লীগ।

সমাবেশে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘২০১৮ সালের সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জনগণ বিজয়ী করেছে, ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনেও একইভাবে নৌকার মেয়র প্রার্থীকে বিজয়ী করতে হবে।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, উপপ্রচার সম্পাদক শহিদুল আলম, নির্বাহী সদস্য মোরশেদ আকতার চৌধুরী, থানা আওয়ামী লীগের হাজী ছিদ্দিক আলম।

বিজ্ঞাপন

৩০ ডিসেম্বর আ জ ম নাছির উদ্দীন গণতন্ত্র একাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের বিজয় দিবস চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর