Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা টাকা ফেরত চাওয়ায় চাচিকে কুপিয়ে খুন করলো ভাতিজা


৩১ ডিসেম্বর ২০২০ ১৬:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: জেলার সদর উপজেলার খনজনপুর পুর্বপাড়া এলাকায় চাচি মাছুমা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে ভাতিজা রাবিকুল হাসান টিটু (৩০)। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পাওনা টাকা ফেরত চাওয়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পর হত্যাকারী টিটুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। নিহত মাছুমা একই এলাকার সাঈদ আলীর স্ত্রী। আর রাবিকুল হাসান টিটু একই এলাকার আবু সুফিয়ানের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, গৃহবধূ মাছুমা বেগম তার দেবরের ছেলে টিটুকে কয়েকদিন আগে দুই হাজার টাকা ধার দিয়েছিল। বৃহস্পতিবার সকালে মাছুমা সেই টাকা ফেরত চাইতে গেলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে টিটু ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মাছুমার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক টিটুকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুপিয়ে হত্যা পাওনা টাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর