Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর উপহার স্বপ্ন দেখাচ্ছে সিরাজগঞ্জের গৃহহীনদের


১ জানুয়ারি ২০২১ ০৮:৩২

সিরাজগঞ্জ: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে গৃহহীনদের মাঝে প্রথম পর্যায়ে গৃহ হস্তান্তর করবেন। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জেও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ঘর। এ উপলক্ষে জেলার ৯টি উপজেলায় ৭৯৬টি ঘর তৈরি হওয়ায় গৃহহীন পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে। উন্মুখ হয়ে নতুন দিনের স্বপ্ন দেখছে এসব পরিবার।

জেলার বিভিন্নস্থানে দীর্ঘদিন থেকে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করে সেখানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের জন্য ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে গৃহহীনদের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হবে। নির্মাণাধীন ঘরগুলো সার্বিকভাবে তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারাও কাজের অগ্রগতি নিয়মিত মনিটরিং করছেন।

জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের সদর উপজেলায় ২০৭টি, কাজিপুরে ৩৫টি, উল্লাপাড়ায় ৪২টি, রায়গঞ্জে ১০০টি, বেলকুচিতে ৪০টি, শাহজাদপুরে ১৫০টি, কামারখন্দে ৬০টি, তাড়াশে ১৫২টি, চৌহালীতে ১০টি গৃহহীন পরিবারের মাঝে এই ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

দুই কক্ষবিশিষ্ট প্রতিটি সেমিপাকা ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। গৃহহীন পরিবারের জন্য থাকছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দুই কক্ষবিশিষ্ট ঘর। এরই মধ্যে কাজের অগ্রগতি প্রায় শেষের দিকে। আগামী জানুয়ারি মাসের মধ্যে ঘরগুলো গৃহহীনদের মাঝে বরাদ্দ দেওয়া হবে। ১ম পর্যায়ে জেলার গৃহহীনদের ৭৯৬টি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ১৩ কোটি ৬১ লাখ ১৬ হাজার টাকা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, মুজিববর্ষ উপলক্ষে সরকারি এই প্রকল্পের কাজ অত্যন্ত সুন্দরভাবে শেষ হওয়ার পথে। কিছু অসম্পন্ন কাজ সমাপ্ত হওয়ার পর অল্প কয়েকদিনের মধ্যে এই ঘরগুলো ঘরহীন অসহায় পরিবারগুলোর মধ্যে বরাদ্দ দেওয়া হবে। এই ঘর বরাদ্দে কোনো তদবির ও অনৈতিক সুযোগ-সুবিধা যেন কেউ নিতে না পারে সেজন্য সঠিক তদারকি করা হচ্ছে বলেও তিনি জানান।

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার গৃহহীন প্রধানমন্ত্রীর উপহার সিরাজগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর