Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিনিকল চালু ও পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন


১ জানুয়ারি ২০২১ ১২:২২ | আপডেট: ১ জানুয়ারি ২০২১ ১৩:৪৯

ঢাকা: সম্প্রতি বন্ধ হওয়া ছয়টি চিনিকল চালু করা এবং শ্রমিক, কর্মচারী ও আখচাষীদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর চিনিকল পরিবার।

শুক্রবার (১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ১৫ টি চিনিকলের মধ্যে ৬ টি বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষকদের মধ্যে আহাজারি চলছে। লাখ লাখ হেক্টর আখ চাষ করেছেন তারা। সেই আখ খেতেই শুকিয়ে যাচ্ছে। অথচ অভুক্ত থাকছেন কৃষকরা। লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে তাদের সন্তানদের। স্কুলের বেতন দিতে পারছেন না।

বক্তারা আরও বলেন, চিনিকলগুলো বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিনিকলগুলোকে রাষ্ট্রায়ত্ত করেছেন। সেগুলোকে আমাদের রক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খুরশেদ আলম খুসরু, সরোয়ার সুমন, সুজন ও উজ্জ্বল প্রমুখ।

আখচাষী চিনিকল মানববন্ধন

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর