অক্সফোর্ডের করোনা টিকার ‘অনুমোদন’ দিলো ভারতের বিশেষজ্ঞ প্যানেল
১ জানুয়ারি ২০২১ ২০:০৪
ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন শর্তসাপেক্ষে অনুমোদনের জন্য একটি বিশেষজ্ঞ প্যানেলের সবুজ সংকেত পেয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) ভারতের বিশেষজ্ঞ প্যানেলের দু’জনের সূত্র দিয়ে রয়টার্স জানিয়েছে, ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞরা একটি বৈঠক করে ভ্যাকসিন অনুমোদনের পক্ষে রায় দিয়েছে।
এর আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সিডিএসসিওর সায় পাওয়ায় এখন বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেলের দফতরে (ডিসিজিআই) পাঠানো হবে।
গত ৩০ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়। পরবর্তীতে এ ভ্যাকসিন আর্জেন্টিনাতেও অনুমোদন দেওয়া হয় প্রয়োগের জন্য।
ইতোমধ্যে বাংলাদেশ সরকারও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের তিন কোটি ডোজ কিনতে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করা করেছে। ভারতের এই অনুমোদনের ফলে বাংলাদেশের করোনা টিকা পাওয়ার পথ আরও সুগম হলো।