Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে পূর্বাচল লে‌ডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


২ জানুয়ারি ২০২১ ১৬:৩২

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জে পূর্বাচল লে‌ডিস ক্লাব লি‌মিটেডের উদ্যোগে ২ হাজার অসহায় দুঃস্থ নারী ও প্রতিবন্ধীকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার ভোলানাথপুর এলাকায় পূর্বাচল ক্লাব প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী ব‌লে‌ন, ‘জা‌তিরজনক বঙ্গবন্ধু‌ শেখ মু‌জিবুর রহমান সু‌খি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দে‌খে‌ছি‌লেন। ‌কিন্তু তি‌নি সেই স্বপ্ন বাস্তবায়ন কর‌তে পারেননি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন পূরণে উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বিনির্মাণে নিরলস প্রচেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছেন। শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গরীব ও অসহায় মানু‌ষের জন্য কল্যানমূলক নানা কর্মসূ‌চি বাস্তবায়ন কর‌ছে।’

শীতার্তসহ সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে বৃত্তবান‌দের এগিয়ে আসার আহ্বান জানি‌য়ে‌ হা‌সিনা গাজী ব‌লেন, ‘পূর্বাচল লে‌ডিস ক্লা‌ব লি‌মি‌টে‌ডের এমন একটি মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি মনে করি গরীব শীতার্ত মানুষের মাঝে এই প্রচণ্ড শীতে শীতবস্ত্র বিতরণ করতে সমাজের বৃত্তবানদের সবাইকে এগিয়ে আসা উচিৎ। বর্তমান সরকার অসহায়, প্রতিবন্ধী, নারী ও দ‌রিদ্র মানু‌ষের কল্যা‌ণে কাজ কর‌ছে। সরকা‌রের পাশাপা‌শি সমা‌জের বৃত্তবানরা য‌দি তাদের কল্যা‌ণে কাজ ক‌রে তাহ‌লে তা‌দের কষ্ট কিছুটা হ‌লেও লাগব হ‌বে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠা‌নে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান ও পূর্বাচল লে‌ডিস ক্লাব লি‌মি‌টে‌ডের প্রে‌সি‌ডেন্ট সৈয়দা ফের‌দৌসী আলম নীলা। সভাপ‌তির বক্ত‌ব্যে রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান ও পূর্বাচল লে‌ডিস ক্লাব লি‌মি‌টে‌ডের প্রে‌সি‌ডেন্ট সৈয়দা ফের‌দৌসী আলম নীলা ব‌লেন, ‘প্রতি বছরই এ সময়ে গরীব, অসহায় মানুষ শীতের তীব্রতায় খুব কষ্ট করেন। যাদের কাছে শীত মোকাবিলা করার মত তেমন কোনো বস্ত্র থাকে না, যার ফলে বিভিন্ন অসুখ-বিসুখেও তাদের ভুগতে হয়। এ ধরনের পরিস্থিতিতে সমাজ ও দেশের প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব অনেক বেড়ে যায়। আর সেই দায়িত্ব থেকে অসহায় মানুষের পা‌শে দা‌ড়া‌চ্ছে পূর্বাচল লে‌ডিস ক্লাব লি‌মি‌টে‌ড। এ ধর‌নের উদ্যোগ অব্যাহত থাক‌বে।’

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন, পূর্বাচল লে‌ডিস ক্লাব লি‌মি‌টে‌ডের নির্বাহী প‌রিচালক (অর্থ) আয়েশা আক্তার পারভীন, পূর্বাচল লে‌ডিস ক্লাব লি‌মি‌টে‌ডের নির্বাহী প‌রিচালক রুকসানা ক‌বির কাকলীসহ অনেকে।

তারাবো হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর