বাসচাপায় গেল একই পরিবারের ৬ জনসহ ৭ জনের প্রাণ
৩ জানুয়ারি ২০২১ ১৩:৩৭
ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক নবজাতক শিশুসহ একই পরিবারের ছয়জন রয়েছেন। নিহত অন্যজন দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।
রোববার (৩ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা রোডের গাছতলা বাজার এলাকা এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ সাতজন ছিলেন। পথের মধ্যে শাহজালাল পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ছয়জন মারা যান। বাকি একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শহরের শম্ভুগঞ্জ ব্রিজ থেকে একটি অটোরিকশা গৌরীপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।
নিহতরা হলেন, পূর্বধলা উপজেলার আগিয়া এলাকার মাওলানা ফারুক আহম্মেদ (৪০), তার স্ত্রী মাসুমা খাতুন (২৫), বোন জুলেখা খাতুন (৫০), ভাই নিজাম উদ্দিন (৩৫), ভাবি জোৎস্না বেগম (৪৫) ও ফারুক-মাসুমা দম্পতির তিনদিনের নবজাতক।
এ ছাড়া অটোরিকশা চালক রাকিবুল হাসান (২৯) নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ সদরে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে।’