Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়েছে আগুন


৩ জানুয়ারি ২০২১ ১৩:৪৩

নারায়ণগঞ্জ: আড়াই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় ফ্রিজ কারখানায় লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট চেষ্টা করে যাচ্ছে। এরই মধ্যে আগুন নীচতলা থেকে দোতলায় ছড়িয়ে পড়েছে।

রোববার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৫১ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন।

নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় আগুন

এদিকে বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কারখানার প্রায় ১০০ শ্রমিক আগুন নেভাতে যোগ দেয়।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধণ সারাবাংলাকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট আগুন নিয়নন্ত্রণে যোগ দেয়। কিন্তু কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।’

আগুন নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর