Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণের রেকর্ড, স্কুল বন্ধ রাখার আহ্বান


৩ জানুয়ারি ২০২১ ১৫:৪৩

যুক্তরাজ্যে দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির শিক্ষক ইউনিয়নের পক্ষ থেকে আরও অন্তত দুই সপ্তাহের জন্য স্কুলগুলো বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। খবর আল-জাজিরা।

শনিবার (২ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ৫৭ হাজার ৭০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় মারা গেছেন ৪৪৫ জন। এ নিয়ে, দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮২ হাজার ৬০০ জনের।

এদিকে, লন্ডনের হাসপাতালগুলোতে রোগীর স্থান সংকুলান হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

পাশাপাশি, যুক্তরাজ্যজুড়ে হাসপাতালগুলোর একই অবস্থা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির রয়্যাল কলেজ অব ফিজিসিয়ানসের সভাপতি অ্যান্ড্রিউ গোডার্ড।

এ ব্যাপারে তিনি বিবিসিকে জানিয়েছেন, করোনার নতুন ধরন অনেক বেশি সংক্রমণক্ষম, দেশব্যাপী হাসপাতালগুলোতে শয্যা সংকটের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই লন্ডনের স্কুলগুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে এ ছুটি আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

করোনা সংক্রমণ কোভিড-১৯ যুক্তরাজ্য স্কুল বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর