Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য-মনের নিবিড় সম্পর্ক: গাজী গোলাম মর্তুজা


৩ জানুয়ারি ২০২১ ২১:০১

নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। রোববার (৩ জানুয়ারি) বিকা‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার ছ‌নি কাচারীবা‌ড়ি মাঠে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তি‌নি এ কথা ব‌লেন।

গাজী গোলাম মর্তুজা পাপ্পা ব‌লে‌ন, ‘নিয়মিত খেলাধুলার মাধ্যমে খুব সহজে নিজেকে শারীরিকভাবে ঠিক রাখা যায়। খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থী শেখে নিয়মানুবর্তিতা, নেতৃত্ব কীভাবে দিতে হয়। যা পরবর্তী জীবনের প্রতিটা ধাপে তাকে সবার থেকে এগিয়ে রাখতে সহায়তা করে।’

বিজ্ঞাপন

তি‌নি আরও বলেন, ‘সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়। আমরা সবাই জানি খেলাধুলায় জয়-পরাজয় থাকে। খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থী জীবনের উঠানামায় অভ্যস্ত হয়ে যায়। একজন খেলোয়াড় খুব ভালো করে জানে জয়কে কীভাবে উদযাপন করতে হয় আর পরাজয়কে মেনে নিয়ে নতুন উদ্যমে শুরু করতে হয়।’

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালাউদ্দিন ভুঁইয়ার সভাপ‌তিত্বে অনুষ্ঠানে প্রধান অতি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ্জাহান ভুঁইয়া। ফাইনাল খেলায় সিবি স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে ছনি জুনিয়র স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

খেলাধুলা গাজী গোলাম মর্তুজা পাপ্পা নিবিড় সম্পর্ক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর