গোপনে ভর্তি না নিতে মাউশির নির্দেশনা
৩ জানুয়ারি ২০২১ ২০:৫৭
ঢাকা: ২০২১ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির যে নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় সেটি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান মানছে না। এর পরিবর্তে বিভিন্ন জায়গায় লটারির পরিবর্তে গোপনে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
এজন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ অধিদফতর (মাউশি)। রোববার (৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনাও জারি করা হয়েছে।
মাউশির পরিচালক প্রফেসর বেলাল হোসাইনের সই করা ওই নির্দেশনায় বলা হয়েছে, করোনার কারণে সর্বস্তরে লটারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব লটারির ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করে প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, একইসঙ্গে ঢাকা মহানগরীসহ দেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ২০২১ সালের লটারি মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে পূর্বের জারি করা নির্দেশনা অনুসরণ করছে না, যা অনভিপ্রেত।
এর আগে ১২ ডিসেম্বর (শনিবার) ২০২১ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।