বগুড়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, ২ আনসার সদস্য আহত
৫ জানুয়ারি ২০২১ ১৫:৪০
বগুড়া: জেলার গাবতলী উপজেলার সাবেকপাড়া রূপালী ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। এসময় ডাকাতদের নিক্ষেপ করা এসিড ও ছুরিকাঘাতে দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছে। তবে ডাকাতি করতে ব্যর্থ হওয়ায় কোনো কিছু খোয়া যায়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার দিলীপ কুমার সাহা জানান, গাবতলী উপজেলার পীরগাছা বাজারে একটি ভাড়া বাসার দোতলায় রূপালী ব্যাংক সাবেক পাড়া শাখার কার্যক্রম পরিচালিত হয়। সোমবার ব্যাংকের কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। রাতে আনসার সদস্য মাসুদ রানা ও হাবিবুর রহমান নিরাপত্তার জন্য ব্যাংকের ভেতরে অবস্থান করেন। ভোর রাত সাড়ে ৫ টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন দুর্বৃত্ত ছাদের সিঁড়ি ঘরের তালা কেটে বিল্ডিংয়ে প্রবেশ করে। এরপর তারা ব্যাংকের প্রবেশ পথের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢুকে পড়ে।
এ সময় নিরাপত্তায় নিয়োজিত দুইজন আনসার সদস্য প্রতিরোধ করার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা আনসার সদস্য হাবিবুরের ওপর এসিড নিক্ষেপ ও মাসুদ রানার হাতে ছুরিকাঘাত করে। মাসুদ রানার দাবি সেও একজন ডাকাতকে ছুরিকাঘাত করেছে। এক পর্যায়ে আনসার সদস্যদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন দুইজন আনসার সদস্যকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রূপালী ব্যাংক সাবেক পাড়া শাখার ম্যানেজার মোতাহার হোসেন জানান, ডাকাত দলের সদস্যরা ইলেকট্রিক কাটার মেশিন দিয়ে তালা ও গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ব্যাংকের নিরাপত্তা কর্মী আনসার সদস্যদের ওপর এসিড নিক্ষেপ ও ছুরিকাঘাত করে ভল্ট ভাঙার চেষ্টা করে।
গাবতলীর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ব্যাংকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখোশ পড়া দুইজন দুর্বৃত্ত ব্যাংকের প্রবেশ করেছিল। ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের ছুরিকাঘাতে দুর্বৃত্তদের একজন আহত হয়ে ছাদের সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে গেছে।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আনসার সদস্য গুরুতর আহত টপ নিউজ ডাকাতি ডাকাতির চেষ্টা ব্যাংক কর্তৃপক্ষ রূপালী ব্যাংক