পর্তুগালে করোনা টিকা নেওয়ার পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু
৫ জানুয়ারি ২০২১ ১৯:২১
পর্তুগালে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকা নেওয়ার একদিন পরই মৃত্যুবরণ করেছেন ৪৮ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মী। তার নাম সোনিয়া আচেভেদো। খবর ডেইলি মেইল।
এদিকে, দুই সন্তানের মা সোনিয়া পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিতে শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন। টিকা নেওয়ার পর অবশ্য কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানাননি তিনি।
অন্যদিকে, সোনিয়ার বাবা অ্যাবিলিও অ্যাকেবেদো দেশটির সংবাদমাধ্যম কোরেইয়ো দ্য মানহাকে বলেন, তার মেয়ের কোনো শারিরিক সমস্যা ছিল না। সে করোনা টিকা নিয়েছিল। তার কোনো ধরনের উপসর্গও ছিল না।
পাশাপাশি, পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিও সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ৩০ ডিসেম্বর করোনার টিকা নিয়েছিলেন তিনি। ১ জানুয়ারি আকস্মিক মৃত্যু হয় তার।
করোনা টিকা করোনা ভ্যাকসিন পর্তুগাল ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন মৃত্যু স্বাস্থ্যকর্মী