দিল্লির সংস্কার কাজের অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট
৫ জানুয়ারি ২০২১ ২১:১৮
ভারতের রাজধানী দিল্লির সংস্কার কাজ চালিয়ে যেতে সরকারি কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। খবর বিবিসি।
এর আগে, সমালোচকদের পক্ষ থেকে দিল্লির সংস্কার কাজ বাদ দিয়ে সমুদয় অর্থ জনকল্যাণে ব্যয় করার দাবিতে নভেম্বরে একটি পিটিশন দায়ের করা হয়। কিন্তু, দিল্লির সংস্কার কাজে পরিবেশ ও জলবায়ুগত কোনো ঝুঁকি এবং ভূমি ব্যবহারে কোনো অনিয়ম হয়েছে কী না – তা খতিয়ে দেখার পর সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত রায় ঘোষণা করেছে।
এদিকে, সুপ্রিম কোর্ট তার নির্দেশনায় জানিয়েছে ২০০ বিলিয়ন রুপি বাজেটের মধ্যে দিল্লির সংস্কার কাজ পরিচালনা করতে হবে। তার মধ্যে সেন্ট্রাল দিল্লির অধিকাংশ সরকারি ভবন সংস্কার এবং নতুন সংসদ ভবন নির্মাণ, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের বাসভবন নির্মাণ ও তিন কিলোমিটার রাজপথ নির্মাণ অন্তর্ভুক্ত থাকবে।
অন্যদিকে, দিল্লির এই সংস্কার কাজকে সেন্ট্রাল ভিসতা প্রজেক্ট নামে ডাকা হচ্ছে। ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তির প্রাক্কালে এই সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ।