Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি’র সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ বুধবার


৫ জানুয়ারি ২০২১ ২৩:০২

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (৬ জানুয়ারি) সারাদেশে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) জোটের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী বাম গণতান্ত্রিক জোট এই কর্মসূচি পালন করবে।

বিজ্ঞপ্তিতে জোট নেতারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে করা এবং সেই ভোটকে বৈধতা দেওয়ার মধ্য দিয়ে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সব ধরনের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা হারিয়েছে। এ নির্বাচন কমিশন কেবল তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেয়নি, তারা নানা ধরনের অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ ও নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েছে।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা আরও বলেন, এই কমিশন নৈতিকভাবে স্খলিত। এই নির্বাচন কমিশনের আর কোনো নির্বাচন পরিচালনার বৈধ নৈতিক কর্তৃত্ব অবশিষ্ট নেই। সে কারণে অবিলম্বে এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে।

আগামীকাল বুধবার ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এবং জেলায় জেলা নির্বাচন কার্যালয়ের সামনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

ইসির সামনে বিক্ষোভ নির্বাচন কমিশন পদত্যাগ দাবি বাম গণতান্ত্রিক জোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর