Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কী দরকার বিডি’র যাত্রা শুরু


৮ জানুয়ারি ২০২১ ১৮:৫২

ঢাকা: সূলভ মূল্যে মানসম্মত পণ্য দ্রুততম সময়ের মধ্যে হোম ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে অনলাইন বাজারে হাজির হলো ‘কী দরকার বিডি’।

শুক্রবার (৮ জানুয়ারি) উত্তরা আজমপুর কাবাব ফ্যাক্টরিতে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কী দরকার বিডি’র যাত্রা শুরু হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। স্বাগত বক্তব্য দেন ‘কী দরকার বিডি’র চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে সর্বাঙ্গীন মঙ্গলকামনায় মোনাজাত করেন বাইতুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মহিউদ্দিন কাসেমী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “তথ্য প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মেলাতে ‘কী দরকার বিডি’র মতো প্রতিষ্ঠানের ভূমিকা ব্যপক, যা বৃহত্তর অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে। তথ্য প্রযুক্তি খাতে ভারত ও পাকিস্তানকে টপকে বাংলাদেশের জয়যাত্রা সমুন্নত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’র স্বপ্ন বাস্তবায়নে ‘কী দরকার বিডি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিল্পপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা, মো. হারুন-উর-রশিদ, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, মামুন সরকারসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ‘কী দরকার বিডি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর