Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান-সাবেক— দুই মেয়রই দুর্নীতিবাজ: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২১ ১৭:২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ফাইল ছবি

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক মেয়র সাঈদ খোকন— দু’জনই দুর্নীতিবাজ, দু’জনই লুটেরা। লুট ও দুর্নীতির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে তারা একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।’

মঙ্গলবার (১২ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘কথিত ওয়ান ইলেভেনের অনিয়মতান্ত্রিক ও অসাংবিধানিক সরকারের কাণ্ডজ্ঞানহীনতার কারণে গত একযুগ ধরে জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের এমন একটা সরকার চেপে বসেছে, যাদের নীতি হলো- গুম, খুন, অপহরণ, অবিচার, অনাচার, লুটপাট, টাকা পাচার আর দুর্নীতি।’

‘বর্তমানে এতটাই বিপর্যকর অবস্থায় দাঁড়িয়েছে যে, সরকারের নেতা-মন্ত্রী-এমপি-মেয়ররা দুর্নীতির টাকার ভাগবাটোয়ারা নিয়ে একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। সরকারের মেগা মেগা মহাদুর্নীতির মহাসাগর থেকে ছিটেফোটা চিত্র দুয়েকজন নেতার মুখ দিয়ে বেরিয়ে আসছে’— বলেন রুহুল কবির রিজভী। ’

তিনি বলেন, ‘নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে ঢাকা সিটি দক্ষিণের মেয়রের পদ দখল করেছিলেন সাঈদ খোকন। সাঈদ খোকনের মেয়াদ শেষ হওয়ার পর এমপি পদ ছেড়ে কোন মধুর লোভে মধুমতি ব্যাংকের চেয়ারম্যান ফজলে নূর তাপস মেয়র পদ দখল করেছেন, সেই মধুভাণ্ডের কাহিনী এখন সবাই জানতে পারছে। ‘

‘সাবেক সাঈদ খোকন বলছেন, মেয়র তাপস শত শত কোটি টাকা লুট করছেন। অপরদিকে মেয়র তাপস বলছেন, শত শত কোটি টাকা লুট করেছেন সাঈদ খোকন। দুজনই রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্যে একে অপরের দুর্নীতি, লুটপাটের ফিরিস্তি দিচ্ছেন। আসলে তারা দুজনই লুটেরা, দুজনই দুর্নীতিবাজ’— বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘দুদক এখন কি করবে? তামাশা দেখবে, না পদক্ষেপ নেবে? দুদক পদক্ষেপ নিতে পারবে না, কারণ দুজনই ক্ষমতাশালী ও শীর্ষ নেতৃত্বের আত্মীয় ও ঘনিষ্ঠজন। সুতরাং দুদক এদের বিরুদ্ধে এক পা-ও অগ্রসর হতে পারবে না। কারণ, বিএনপি নিধনের জন্যই দুদককে সাজিয়েছে সরকার।’

রিজভী বলেন, ‘জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে, জনগণের বিরুদ্ধে ইউনিফর্ম পরা সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আর বেশিদিন মানুষের মুখ বন্ধ করে রাখা যাবে না। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই আব্দুল কাদের মির্জা যেসব অভিযোগ উত্থাপন করছেন এসব কথার উদ্দেশ্য যাই হোক, অনেক সত্য বেরিয়ে আসছে। সুষ্ঠু নির্বাচন হলে খোদ ওবায়দুল কাদের জিতবেন কিনা তার আপন ভাই-ই এ প্রশ্ন তুলেছেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের এই তিন নেতার বক্তব্যে আবারও প্রমাণ হয়েছে— সরকারের টপ টু বটম আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। লুটপাটে কে কাকে টক্কর দিতে পেরেছে, এই নিয়েই তাদের মধ্যে ঝগড়া চলছে। আওয়ামী লীগ নেতাদের পরস্পরের বিরুদ্ধে বক্তব্য থেকে যে সত্য বেরিয়ে আসছে তাতে প্রমাণ হয়, আওয়ামী লীগ এখন ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর