Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের এডিশনাল ডিআইজি পদে ১৯ জনের পদোন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২১ ২১:৩২

ঢাকা: পুলিশের এডিশনাল ডিআইজি পদে পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধি শাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন— ঢাকা নৌ পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ঢাকা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং) মো. বরকতুল্লাহ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, বরিশাল মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, সিআইডি’র পুলিশ সুপার মো. শামসুল আলম, ঢাকা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জামিল হাসান, ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার সানা শামীনুর রহমান, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মো. আতিকুর রহমান, ঢাকা পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার (পিবিআই) মিয়া মাসুদ করিম, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মো. মেহেদুল করিম, বিশেষ শাখা’র (এসবি) পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, চট্টগ্রামের রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার, রংপুর রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক।

বিজ্ঞাপন

নিচে প্রজ্ঞাপনটি তুলে দেওয়া হলো:

 

সারাবাংলা/এএম

এডিশনাল ডিআইজি পুলিশ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর