চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত
১৪ জানুয়ারি ২০২১ ০৯:৫০
চুয়াডাঙ্গা: শহরের ভিমরুল্লায় স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পল্লী বিদ্যুতের বিলিং সুপারভাইজার উম্মে সালমা (৫৪) নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। নিহত উম্মে সালমা (৫৪) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড়ের আলতাফ হোসেনের স্ত্রী। তিনি দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আলতাফ হোসেন ও তার স্ত্রী উম্মে সালমা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ভেমরুল্লায় একটি স্পিড ব্রেকার অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির হেডলাইটের সাদা আলো তার চোখে লাগলে তিনি চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় উম্মে সালমা সড়কের ওপর ছিঁটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সারাবাংলা/এএম