Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২১ ১৩:০৮

বরিশাল: নগরীর হাসপাতাল রোড এলাকা থেকে তুলি শিমলাই (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জানুয়ারি) রাত আটটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিপন সরখেলের স্ত্রী।

রিপন সরখেল জানান, শুক্রবার রাতে ঘরে ফিরে দেখতে পান তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি পুলিশকে জানান।

ওসি নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন? নাকি তাকে হত্যা করা হয়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

সারাবাংলা/এসএসএ

গৃহবধূ বরিশাল লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর