Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চের ধাক্কায় নারীর পা বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৩:২১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৫:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘাট পেরিয়ে সামনে তাকালে নদীর বুকটা ফাঁকা। অথচ এই সময়ে নদীজুড়ে লঞ্চের আনাগোনা বেড়ে যায় বছরের অন্য সময়ের চেয়ে

বরিশাল: ঢাকাগামী ফারহান-৫ লঞ্চের ধাক্কায় কোহিনূর নামে এক নারীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভোলার দৌলতখান লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত ওই নারী দৌলতখান উপজেলার নুরমিয়াট এলাকার বাসিন্দা সালাউদ্দিনের স্ত্রী।

তার পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় ওই নারী ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা করে লঞ্চঘাটে যান। রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী এমভি ফারহান-৫ লঞ্চটি ঘাটে আসলে ওই যাত্রী লঞ্চে ওঠার চেষ্টা করে। এসময় অন্যান্য যাত্রীদের ধাক্কায় তার ডান পা লঞ্চে দিতে পারলেও বাম পা লঞ্চের ধাক্কায় পল্টুনের সঙ্গে লেগে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

ফারহান-৫ লঞ্চের পরিদর্শক নাজমুল জানান, ওই সময় ঘাটে অনেক যাত্রী ছিলো। ভিড়ের মধ্যে তড়িঘড়ি করে লঞ্চে উঠতে দিয়ে এ ঘটনা ঘটেছে।

ওসি বজলার রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনও ধরনের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ এসএসএ

নারী পা বিচ্ছিন্ন লঞ্চের ধাক্কা

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর