কারিগরির নবম শ্রেণিতে পাস হবে অ্যাসাইনমেন্টে
১৮ জানুয়ারি ২০২১ ১২:১৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৪:০১
ঢাকা: করিগরিতে নবম শ্রেণির শিক্ষর্থীদের দশম শ্রেণিতে উত্তীর্ণ করেতে অ্যাসাইনমেন্ট মূল্যয়ন বিবেচনায় নেওয়া হবে। মাধ্যমিকের মতো অ্যাসাইনমেন্টের মাধ্যমে নবম শ্রেণির শিক্ষার্থীদেরও ফলাফল তৈরি করা হবে।
এই অ্যাসাইনমেন্ট গত ডিসেম্বরের শেষ দিকেই জমা নেওয়া হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোরাদ হোসেন মোল্লা এসব কথা বলেন।
এ বিষয়ে মোরাদ হোসেন মোল্লা জানান, এটি বাস্তবায়ন করতে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। এই নীতিমালার আওতায় তাদের ফলাফল প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মতো আমরা কারিগরির নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৮টি অ্যাসাইনমেন্ট জমা নিয়েছি। বর্তমানে সেগুলোর মূল্যায়নের কাজ চলছে। অ্যাসাইনমেন্টের ওপর নম্বর নির্ধারণ করে ফলাফল প্রকাশ করা হবে। এর মাধ্যমে শতভাগ শিক্ষার্থীদের দশম শ্রেণিতে উন্নীত করা হবে।’
কারিগরি বোর্ডের চেয়ারম্যান আরও জানান, এ জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। আর নীতিমালটি চূড়ান্ত করা হলেই ফলাফল প্রকাশ করা হবে।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিএস/এনএস
অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট মূল্যায়ন কারিগরি শিক্ষা বোর্ড নবম শ্রেণিতে পাশ