Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে খুবির দুই শিক্ষার্থী

লোকাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ১২:৪৫

খুবি: বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী।

রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে খুবির ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ১৭ ব্যাচের শিক্ষার্থী ইমামুল ইসলাম ও বাংলা ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী মো. মোবারক হোসেন নোমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ কর্মসূচির ব্যানারসহ অবস্থান নেয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আত্মপক্ষ সমর্থনের সুযোগকে উপেক্ষা করে সাজা কার্যকর হওয়ার আগেই তারা এই কর্মসূচি শুরু করেছে।

বিজ্ঞাপন

ওই শিক্ষার্থীরা বলেন, ‘খুবি শিক্ষার্থীদের পাঁচ দফা আন্দোলনে যুক্ত থাকায় আমাদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা আমরণ অনশন চালিয়ে যাবো।’

আত্মপক্ষ সমর্থনের নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও তা না করে বা একাডেমিক কাউন্সিলে শাস্তির বিষয়ে আপিল না করে তারা কেন আমরণ অনশন শুরু করলো এ প্রশ্নে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

শিক্ষার্থীদের অবস্থানের বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক মো. শরীফ হাসান লিমন বলেন, ‘এই কনকনে শীতের মধ্যে আমরণ কর্মসূচি থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী আত্মপক্ষ সমর্থনের সুযোগ গ্রহণ করা উচিত। তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা সাময়িক, এখনো চূড়ান্ত নয়।’

সারাবাংলা/এসএসএ

আন্দোলন খুবি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর