Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, বিবস্ত্র করে নির্যাতন-ভিডিও ধারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ১৮:০১

নোয়াখালী: জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামে স্থানীয় সন্ত্রাসীরা ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের চেষ্টা করেছে। এতে ব্যর্থ হয়ে ছেলে-মেয়েদের সামনে ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। গত ১ জানুয়ারি ওই গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে এ ঘটনা ঘটে।

গত শনিবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে গেলে আদালতের নির্দেশে ঘটনা তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করছে। একজন লাঠি দিয়ে ওই গৃহবধূর ঘরে বাড়ি দিচ্ছে।

তবে সোমবার (১৮ জানুয়ারি) বিকেল পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে, গত ৫ জানুয়ারি ওই গৃহবধূ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ একটি পিটিশন মামলা দায়ের করেছিলেন। বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে সাত কর্মদিবসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি স্বামীর অনুপস্থিতিতে স্থানীয় সন্ত্রাসী জিয়া ওরফে জিহাদ, ফারুক, এনায়েত, ভুট্টু মাঝি ও ফারুক ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা তাকে বিবস্ত্র করে নির্যাতন চালায় এবং মোবাইলে সে দৃশ্য ভিডিও করে। এসময় চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্বামী এসে ওই নারীকে উদ্ধার করে পরদিন শনিবার (২ জানুয়ারি) ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ২ দিন চিকিৎসা নিয়ে আদালতে মামলা দায়ের করেন ওই নারী।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হাতিয়ার চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামের এক গৃহবধূ শারীরিক নির্যাতন নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছিলেন।

হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক জানান, আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর গত শনিবার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। আগামী ২/৩ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর