Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শঙ্কামুক্ত নন শাহীনও


১৮ মার্চ ২০১৮ ১৮:১৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নেপালে দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারীও শঙ্কা মুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন। তিনি বলেন, শাহীন ব্যাপারীকে ভর্তি নেওয়া হয়েছে, এর পরপরই চিকিৎসকরা দেখেছেন।

রোববার (১৮ মার্চ) বিকেলে সাংবাদিকদের তিনি আরও বলেন, দুর্ঘটনায় শাহীন ব্যাপারীর শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে। তবে শরীরের কোথাও ভাঙেনি। বিভিন্ন জায়গায় ডিপ বার্ন রয়েছে।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০০৭২) শাহীনকে নিয়ে এদিন দুপুর ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে দুপুর দেড়টার দিকে নেপালের ত্রিভুবন বিমানবন্দর ছাড়ে বিমানটি। বাংলাদেশ থেকে নেপালে যাওয়া চিকিৎসক দলের একজন ডা. আব্দুল্লাহ আল মামুন শাহীন ব্যাপারীর সঙ্গে দেশে আসেন।

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪৯ জন মারা যান। তাদের মধ্যে বাংলাদেশি ২৬ জন। আহতদের মধ্যে ৬ জনকে পর্যায়ক্রমে দেশে নিয়ে আসা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এদের মধ্যে দু’জনকে পাঠানো হয়েছে ভারত এবং সিঙ্গাপুরে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ/এটি

নেপালে আহত শাহীন ঢাকায়


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর